এলপিএল হচ্ছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড আয়োজিত টি-টুয়েন্টি ক্রিকেট লীগ। এলপিএল এ ৫টি দল অংশ নিচ্ছে। দলগুলো হলো কলম্বো কিংস, ডাম্বুলা ভাইকিং, গল গ্ল্যাডিয়েটরস, জাফনা স্ট্যালিওন্স এবং ক্যান্ডি টুসকারস। খেলা অনুষ্ঠিত হবে ২৬ নভেম্বর থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত। প্রথমে ২০টি লীগ ম্যাচে প্রত্যেক দল ২ বার করে একে অপরের মুখোমুখি হবে। এরপর দুটি সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে।
Venue: All match is playing in Hambantota.